সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাহিদুজ্জামান সাহেব খান এর অসুস্থতার খবর পেয়ে ছুটে যান সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং সালথা উপজেলা মানবাধিকার কমিশন। এসময় তারা তার পরিবারে খোজ খবর নেন এবং তাকে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এইচ এম আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক জান-ই-মারজানা (শারমিন), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহব্বায়ক মাইনুদ্দিন আল-আমীন তনু, উপজেলা শাখার সহ-সভাপতি মানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান, সহসাংগঠণিক সম্পাদক মোঃ সুলাইমান, প্রচার সম্পাদক ফারুক মাতুব্বর সহ অন্যান্য নেত্রীবৃন্দ।