মধুখালী প্রতিনিধিঃ মধুখালী হইতে কামারখালী হয়ে মাগুরা রেলপথ চালু প্রসঙ্গে কামারখালী বাজার পরিদর্শন করেন। প্রধান অতিথি হিসেবে মাননীয় রেলমন্ত্রী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সুজন (এম.পি.) বলেন দেশ উন্নত করতে হলে দেশে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এ ছাড়া আরও বলেন রেল লাইন চালু প্রসঙ্গে গত ২০১২ ইং সাল হইতে আলোচনা চলছে। এখন সকল কাজ সমাপ্তির পথে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জানাবো যদি রেলপথ বিকল্প রাস্তা দিয়ে রেল যায় তবে সময় লাগবে ২/৩বছর কিন্তু ক্ষতি হবে মনে হয় এর চেয়ে বেশী। তবে কামারখালী বাজারের সামান্য ক্ষতি করে ফ্লাইওভার দিয়ে মাগুরাতে রেল যাবে। এই কাজ শুরু হবে আগামী-২০২১ইং সনের জানুয়ারী মাসে।
আজ শনিবার কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম (মুরাদ) এর সভাপতিত্বে ও সহঃ সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু) এর সঞ্চালনায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ও আড়পাড়া ইউনিয়ন আয়োমীলীগ ও বাজার বণিক সমিতির উদ্যোগে এক জনসভায় ভাষন দান কালে এ কথা বলেন।
কামারখালী বাজার রক্ষা কল্পে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুর রহমান ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল (এম.পি.) এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর (এম.পি.)।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের সহঃ সম্পাদক মোঃ ফকরুদ্দিন মিয়া (কালু),মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু)) সহ প্রমুখ।