13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এয়ার বাবল ফ্লাইট উদ্বোধন করলেন ভারতিয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

Rai Kishori
October 28, 2020 12:30 pm
Link Copied!

দীর্ঘ ৭ মাস পর চালু হয়েছে ভারত বাংলাদেশ ফ্লাইট। এয়ার বাবল ফ্লাইট উদ্বোধন করলেন ভারতিয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর আয়োজনে আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকায় নিযুক্ত ভারতিয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী দিনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রথম বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালু করেছে। ঢাকা থেকে চেন্নাই রুটে এখন থেকে নিয়মিত ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের সঙ্গেও আকাশপথে নিয়মিত যোগাযোগ মার্চ থেকে বন্ধ হয়ে যায়। গত ১৮ আগস্ট ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ সফরে এসে ‘এয়ার বাবল’ চুক্তির প্রস্তাব দেন। ১৭ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি প্রস্তাব দেয় ভারত।

http://www.anandalokfoundation.com/