14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুজোয় ক্লাবে ও পুরোহিত ভাতার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা

Dutta
October 10, 2020 11:37 am
Link Copied!

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: পশ্চিম বঙ্গে দুর্গাপুজোয় ক্লাবগুলিতে অনুদান দেওয়ার ঘোষণা এবং সম্প্রতিক তৃণমূল কংগ্রেসে সরকার ঘোষিত পুরোহিত ভাতা প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাই কোর্টে।

আগামী বুধবার এই দু’টি বিষয়ে একত্রে শুনানি হওয়ার কথা হাইকোর্টে। পুরোহিত ভাতা দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কিসের ভিত্তিতে রাজ্য সরকার পুরোহিত ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে তা হলফনামায় উল্লেখ করতে হবে।

এই মামলার আইনজীবী শামিম আহমেদ বলেছেন, “সরকারি অর্থে দুর্গাপুজোয় অনুদান এবং পুরোহিত ভাতা দু’টিই সংবিধান বিরোধী। ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কোনও সরকার এ কাজ করতে পারে না।”

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ৮০০০ পুরোহিতের জন্য ১০০০ টাকা করে ভাতা প্রদানের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মেয়াদে ক্ষমতায় বসার অল্প কিছুদিনের মধ্যেই, ইমাম ও মুয়াজ্জিমদের ভাতা প্রদানের ব‍্যবস্থা করেছিলেন। প্রায় সাড়ে নয় বছর ক্ষমতায় থাকার পর, উনি হিন্দু পুরোহিতদেরও ভাতা দেওয়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

২০১১সালের জনগণনা অনুযায়ী- পশ্চিমবঙ্গের হিন্দু জনসংখ্যা হার ৭০.৫৪ শতাংশ, আর মুসলমান জনসংখ্যা হার ২৭.০১শতাংশ। লক্ষ‍্যণীয় বিষয় হচ্ছে, রাজ্যের সাতাশ ভাগ মুসলমানের মধ্যে সরকারি ভাতার সুবিধাপ্রাপ্ত ৫৯,০০০ ইমাম ও মুয়াজ্জিম এবং তারা সুবিধার আওতায় এসেছে ২০১২ সাল থেকে। পক্ষান্তরে রাজ‍্যে সত্তর ভাগ হিন্দু, অথচ তাদের মধ্যে মাত্র ৮,০০০ পুরোহিতকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তা-ও একেবারে শেষ বেলায়। নির্মম সাম্প্রদায়িক বৈষম্যের এখানেই শেষ নয়- ইমামরা যেখানে ভাতা পাচ্ছে ২৫০০ টাকা; সেখানে হিন্দু পুরোহিতদের দেওয়ার কথা বলা হয়েছে মাত্র ১০০০ টাকা। সংখ্যালঘুদের সুবিশাল সুযোগ-সুবিধার বিপরীতে, সংখ্যাগরিষ্টের জন্য সামান্য চাতক-বারি; তা-ও একটি মহলের সহ্য হচ্ছে না।

http://www.anandalokfoundation.com/