জলিলঃ ঝিকরগাছা প্রতিনিধিঃ অজোপাড়া গায়ের মেয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া বি,কেএস মাধ্যমিক বিদ্যালয়ের ৭শ্রেনীর ছাত্রী মোছাঃ তন্নী খাতুন খুলনা বিভীয় পর্যায়ে দ্বিতীয় স্হান অধিকারী হয়ে অন্য বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করতে চলেছে।
তন্নী খাতুন বার্ষিক শিতকালিন ক্রীড়া প্রতিযোগিতা২০১৯ সালের উপজেলা ভিত্তিক ১০০মিটার, ২০০মিটার এবং দীর্ঘলাফে উপজেলা পর্যায়ে ১ম স্হান অধিকারী লাভ করে। শুধু তাই নয় জেলা পর্যায়ে ১০০মিটার ও২০০মিটার দৌড় প্রতিযোগিতায়ও ১ম স্হান অধিকারীনী হিসাবে মনোনীত হয়। আগামী ১৪ ই জানুয়ারী কুলবাড়ীয়া বি,কেএস, মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বরিশাল বিভাগে অংশ গ্রহন করবে জানা গিয়েছে।
তন্নী খাতুন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কুমরি গ্রামের দিন মজুর মোঃ আঃ কাদেরের কন্যা। বিদ্যালয়ের শিক্ষক মোঃ হুমায়ন কবীর বিল্লাহ বলেন ৭ম শ্রেনীর ছাত্রী তন্নী খাতুন উপজেলা, জেলা, এনংবিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে ১মস্হান লাভ করে এবং ২য় স্থান লাভ করে বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অধিকারী গৌরব অর্জন করেছে এখন সে বরিশাল বিভাগে খেলতে যাচ্ছে এটা আমাদের স্কুল ও এলাকার গর্ব।