14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

Biswajit Shil
December 5, 2019 7:03 pm
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি: ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি- ও ২০’র আগে গর্ভধারণ নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০১৯ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক রওশন আরা জামান’র সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মমতাজ আহমেদ বাপ্পি, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা, মো. মুজিবর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আক্তার হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার তপন কুমার, পরিবার কল্যাণ পরিদর্শিকা গুলশান আরা বেগম, আশাশুনি সদরের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল্ল্যাহ আল কাফী, মেডিকেল অফিসার ডা. লিপিকা বিশ্বাস প্রমুখ।

http://www.anandalokfoundation.com/