14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার জানুয়ারি 9, 2025
আজকের সর্বশেষ সবখবর

জইশের মাথা মৌলানা মাসুদ আজাহারের দু’টি কিডনিই বিকল

Rai Kishori
February 18, 2019 6:15 pm
Link Copied!

ছ’বছরের বেশি সময় ধরে কাকপক্ষীও দেখতে পায়নি তাঁকে। গোয়েন্দাদের দাবি, পাকিস্তানের মাটিতে যে জেহাদিরা গত কয়েক বছরে প্রশিক্ষণ নিতে গিয়েছে তারাও এক বারও দেখতে পায়নি মৌলানাকে। তবে সবটাই চলে তার নামে। ভারতীয় গোয়েন্দাদের একটা অংশের দাবি, জইশের মাথা মৌলানা মাসুদ আজাহারের দু’টি কিডনিই বিকল। নিয়মিত ডায়ালিসিস করতে হয়। কার্যত শয্যাশায়ী ষাট ছুঁই ছুঁই মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি নেতা।

তা হলে পাঠানকোটে বায়ুসেনা ছাউনিতে হামলা থেকে শুরু করে নাগরোটা সেনা ছাউনিতে ফিদায়েঁ হামলা,  পুলওয়ামা তেই গত অগস্ট মাসের আত্মঘাতী হামলা এবং গত বৃহস্পতিবারে কনভয়ে হামলার পিছনে মূল মাথা কে?

ভারতীয় গোয়েন্দাদের একটি অংশের দাবি, দাদা মাসুদের ছায়াতে বসেই জইশের সাম্প্রতিক সমস্ত অপারেশন চালাচ্ছে মৌলানার ছোট ভাই মৌলানা আব্দুল আসগর রউফ। তালিবান জঙ্গি বিশেষজ্ঞ এক ভারতীয় গোয়েন্দা বলেন, “মাসুদ আজাহার লড়াই বা অপারেশনে কখনওই খুব পারদর্শী নন। তিনি মগজ ধোলাইয়ে দক্ষ। হরকত উল আনসারের হয়ে তালিবান জঙ্গিদের শিবিরে মাসুদ ৪০ দিনের প্রশিক্ষণ শিবির শারীরিক কারণে শেষ করতে পারেননি। কিন্তু মগজ ধোলাই এবং প্রচারে তাঁর পারদর্শিতার জন্য হরকত উল আনসার তাকে প্রচার বিভাগের মাথায় বসায়।”

সেই মাসুদের হয়ে গত প্রায় দশ বছর ধরে সমস্ত ‘অপারেশন’ সামলাচ্ছে তার ভাই রউফ। ১১ জন ভাইবোনের মধ্যে ছোট রউফ দাদার হাত ধরেই নাম লেখায় তালিবান শিবিরে। দীর্ঘ দিন সে ‘মুজাহিদ’ হিসেবে আফগানিস্তানে সোভিয়েত সেনার সঙ্গে লড়েছে। নিজে যেমন বিস্ফোরক বিশেষজ্ঞ তেমনই যে কোনও অপারেশনের ছক তৈরিতেও তার দক্ষতা রয়েছে।

http://www.anandalokfoundation.com/