14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবি কর্মকর্তা সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

Biswajit Shil
November 12, 2019 6:48 pm
Link Copied!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সমিতির নবনির্বাচিত কার্যানির্বাহী কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এরই মাধ্যমে নবনির্বাচিত কমিটির সদস্যরা আইনগতভাবে আগামী দুই বছর কর্মকর্তা সমিতি পরিচালনার আনুষ্ঠানিক বৈধতা পেলেন।

কর্মকর্তা সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও পরিচালক (হিসাব) মোঃ জাকির হোসেন কর্মকর্তা সমিতির গঠনতন্ত্র অনুসারে প্রথমে নবনির্বাচিত সভাপতি প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীকে শপথ বাক্য পাঠ করান। এরপরে কমিটির সভাপতি নবনির্বাচিত বাকি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ নাজমুল হাসান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, নবনির্বাচিত সভাপতি প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী, কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদুল হক, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহেদ রেজা, টেকনিক্যাল অফিসার ও নির্বাচন কমিশনার আবু হেনা মো: নাছিমুল জামিল, কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান জুয়েল প্রমুখ। এরপরে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আকরামুল ইসলাম। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও নির্বাচন কমিশনার রানা সিংহ।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কর্মকর্তা সমিতির নবনির্বাচিত সদস্যরা যশোর শহরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, কর্মকর্তা সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে যবিপ্রবি কর্মকর্তা সমিতির নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মচারী সমিতি। অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় সমিতি দুটির শীর্ষ নেতারা বিশ^বিদ্যালয়কে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির চতুর্থ নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি সভাপতি পদে প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক পদে এ টি এম কামরুল হাসান জয়ী হন।

http://www.anandalokfoundation.com/