কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি ॥ নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশের অভিযানে ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জুয়াড়ি আব্দুল্লাহ (৬৫), নয়ন (৩৫), জিয়াউর রহমান (৩৫), আব্দুল মজিদ (৬০), ফজলুর রহমানকে (৫৬) বুধবার দুপুরে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী।
ওসি আরো জানান, উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয় এলাকায় জুয়া খেলার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।