14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা

admin
August 20, 2015 12:10 am
Link Copied!

যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্টথানাধীন সীমান্ত এলাকা পুটখালীর বালুন্ডাতে চতুর্থ শ্রেনীর (১১) এক ছাত্রীকে দোকানে আটকে রেখে ধর্ষণ করেছে সিরাজ বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি। বর্তমানে শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।  শনিবার দুপুরে বেনাপোলের বালুন্ডাতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষক সিরাজ আওয়ামী লীগ কর্মী ও এলাকার প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার পরিবার এই ক’দিন মুখ খুলতে সাহস পায়নি। পরে গ্রামের একটি পক্ষ তাদের পাশে এসে দাঁড়ালে ১৮ আগস্ট দুপুরে ধর্ষিতার মা স্থানীয় ইউপি সদস্য তবিবরের কাছে ধর্ষকের শাস্তির চেয়ে বিচার দেয়। ধর্ষিতার পরিবার ও স্থানীয়রা জানায়, ১৫ আগস্ট ভোরে সে কোরআন শরীফ পড়তে মসজিদে যাচ্ছিল। এ সময় তাকে রাস্তায় একা পেয়ে আওয়ামী লীগ কর্মী সিরাজ বালুন্ডা বাজারে অবস্থিত তার মুদি দোকানে ধরে নিয়ে যায়। পরে দোকানের শাটার আটকিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোক ছুটে এলে সিরাজ তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে শার্শার বাগআঁচড়া বাজারে অবস্থিত একটি ক্লিনিকে ভর্তি করে। পরে এ ঘটনার প্রতিবাদ জানাতে চায়লে ধর্ষকের স্বজনদের হুমকিতে শিশুটির অসহায় মা বিচার চায়তে পারেনি। অবশেষে এ ঘটনার চার দিন পর এলাকার কিছু মানুষ তাদের পাশে এসে দাঁড়ালে শিশুটির মা স্থানীয় জন প্রতিনিধি ইউপি সদস্য তবিবরকে ঘটনা খুলে বলে বিচার দাবি করেন।

এ ব্যাপারে পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের ইউপি সদস্য তবিবর ধর্ষণের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত (ধর্ষক) সিরাজ এলাকা ছাড়া রয়েছে। শিশুটির চিকিৎসা চলছে। সালিশের জন্য ধর্ষক সিরাজের আপন ভাই বালুন্ডা বাজার কমিটির সভাপতি মন্টু বিশ্বাসকে জানানো হয়েছে। তিনি সময় চেয়েছেন। আগামী ২১ আগস্ট গ্রাম্য সালিশের দিন ধার্য করা হয়েছে। শিশুটির পরিবার গরীব হওয়ায় তারা সঠিক বিচার পাওয়া নিয়ে সংশয়ে রয়েছে বলেও জানান তিনি। স্থানীয় ইউপি সদস্য কহিনুর বেগম বলেন, তিনি শিশুটির বাড়ি গিয়েছিলেন, মঙ্গলবার সকালে তাকে চিকিৎসার জন্য যশোরে নেওয়া হয়েছিল। তার মার মুখে তিনি শিশুটির এ অবস্থার কথা শুনেছেন।

http://www.anandalokfoundation.com/