13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি বিএনপির

admin
June 27, 2018 8:31 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।

গাজীপুর সিটির নির্বাচনে নিজেদের অবস্থান জানাতে বুধবার সকাল সোয়া ১১টার দিকে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন তারা নিজেদের আইন নিজেরাই ভঙ্গ করেছে। আমাদের সুনির্দিষ্ট অভিযোগের পরেও নির্বাচন কমিশন কোনও ভূমিকা রাখেনি। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সঙ্গে নিয়ে গাজীপুরে ফলাফল তাদের পক্ষে নিয়েছে আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি নির্বাচন বিষয়ে বিএনপির অবস্থান এবং আসন্ন রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন ইত্যাদি বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৪১৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে চার লাখ ১০ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

গাজীপুর সিটির এই নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগের পর আজ তারা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানালো বিএনপি।

http://www.anandalokfoundation.com/