13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৮ জানুয়ারি থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু

admin
January 6, 2019 9:02 pm
Link Copied!

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪০ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ৭ জানুয়ারি সোমবার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ৮ জানুয়ারি মঙ্গলবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

আজ সন্ধ্যায় ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নুরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রোটকল) ফায়জুল হক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মোঃ আলমগীর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী শাহ মোঃ মিজানুর রহমান, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মোঃ শহিদুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের আইন কর্মকর্তা শেখ মোঃ শাহাদাৎ আলী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/