13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

১ লক্ষ কোটির যুদ্ধবিমান কিনছে ভারত, চিন্তিত চীন-পাকিস্তান!

admin
November 21, 2017 4:18 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ ১ লক্ষ কোটির ২০০টি ‌যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত সরকার। তবে সেইসব জেট তৈরি করতে হবে ভারতের বিমান নির্মাণকারী কোন সংস্থার সঙ্গে।

সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০০টি সিঙ্গল ইঞ্জিনের ফাইটার জেট কিনতে গেলে খরচ হবে এক লক্ষ কোটি রুপি। সম্ভবত এটিই হবে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। তাছাড়া, সম্প্রতি ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল ‌যুদ্ধ বিমান কেনারও চুক্তি করেছে। এই বিমানগুলো ভারতের হাতে এসে গেলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে চীন-পাকিস্তানের। কারণ ওই ধরনের শক্তিশালী ‌যুদ্ধবিমান তাদের হাতে নেই। ইতিমধ্যেই এ নিয়ে চীনের সরকারি মিডিয়ায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

এদিকে, ভারতে ‌যুদ্ধবিমান তৈরির ব্যাপারে বরাবরই উৎসাহী ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এই নিয়ে আগ্রহ প্রকাশ করছে মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা লকহিড মার্টিন।

তারা ভারতে একটি কারখানা গড়তে চায়। ওই কারখানায় তৈরি বিমান শুধু ভারতকেই নয়, অন্য দেশেও রপ্তানি করবে নির্মাণকারী সংস্থা। কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন

পৃথিবীর যে কোনও প্রান্তে পরমাণু হামলা চালাতে চীনের প্রস্তুতি

মাত্র ১৪ মিনিটে চীনের যুদ্ধবিমান মার্কিন উপকূলে চালাতে পারবে পরমাণু হামলা। শুধু আমেরিকায় নয়, খুব অল্প সময়েই চীনের যুদ্ধবিমান পরমাণু বোমা ফেলতে পারবে পৃথিবীর যে কোনও প্রান্তে।

তেমনই এক হাইপারসনিক জেট তৈরি করছে চীন। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
হংকং ভিত্তিক সেই সংবাদপত্রটির দাবি, আগামী তিন বছরের মধ্যেই এই হাইপারসনিক জেট আকাশে উড়বে। হাইপারসনিক জেটটি তৈরির কাজ চলছে বলে এক চিনা বিজ্ঞানীকে উদ্ধৃত করে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। জেটটিকে পরীক্ষা করা হবে একটি উইন্ড টানেলের মধ্যে। সেই বিশেষ উইন্ড টানেলও এখন নির্মীয়মান।

অত্যন্ত গোপনীয় উইন্ড টানেল প্রকল্পটিতে কাজ করছেন যে বিজ্ঞানীরা, তাদেরই এক জনকে উদ্ধৃত করেছে চিনা সংবাদপত্রটি। যে হাইপারসনিক জেট তৈরি হচ্ছে, সেটির পরীক্ষা শুধু নয়, আরও নানা ধরনের হাইপারসনিক অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম তৈরির পরিকল্পনা নিয়েছে চীন

২০২০ সালের মধ্যেই টানেলটি তৈরি হয়ে যাবে বলে চীনা বিজ্ঞানী ঝাও ওয়েই সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন। পাশাপাশি ২০২০ সালের মধ্যেই পরমাণু হামলায় সক্ষম হাপারসনিক জেটটি তৈরি হয়ে যাবে বলেও খবরে এসেছে।

সেকেন্ডে ১২ কিলোমিটার বেগে উড়তে পারবে চীনের নির্মীয়মান হাইপারসনিক এয়ারক্র্যাফ্টটি। অর্থাৎ শব্দের ৩৫ গুণ বেগে। এই বেগে উড়লে চীন থেকে আমেরিকার উপকূলে পৌঁছতে মাত্র ১৪ মিনিট লাগবে

http://www.anandalokfoundation.com/