প্রায় ১৮ বছর বাদে ফের একবার পাকিস্তানের সফর করতে চলেছে নিউজিল্যান্ড। কিন্তু সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ড জানালো একই সময় আইপিএল থাকার কারণে এই সিরিজে অংশ নিতে পারবেন না ৪ কিউয়ি সুপারস্টার অধিনায়ক কেন উইলিয়ামসন, পেসার ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন এবং লকি ফার্গুসন।
গত সপ্তাহেই পাক ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ১৭ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টিতে অংশ নেবে কিউয়ি বাহিনী। দীর্ঘ দিন বাদে এই সিরিজ পাকিস্তানের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। প্রথম তিনটি একদিনের ম্যাচ রাওয়ালপিন্ডিতে খেলার কথা রয়েছে এই দুই দলের। পরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে লাহোরে।
উল্লেখ্য করোনার কারণে, মাঝপথে থামিয়ে দিতে হয়েছিল আইপিএল ২০২১। অসমাপ্ত আইপিএলটি আবার নতুন করে শুরু করতে চলেছে বিসিসিআই। সেই কারণেই বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড বোর্ড।
নিউজিল্যান্ড ক্রিকেট প্রধান ডেভিড হোয়াইট জানিয়েছেন, “এই মুহূর্তে এটাই সবচেয়ে বাস্তববাদী সিদ্ধান্ত। আমরা সবসময় আইপিএল সম্পর্কের বাস্তববাদী হওয়ার চেষ্টা করেছি। এই বিশেষ সমস্যাটি একতরফা এবং অনন্য পরিস্থিতি তৈরি হয়েছে।” বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
তবে অধিনায়ক কেন উইলিয়ামসন দলের অধিনায়কত্বে ফিরবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তৎপরবর্তী ভারতীয় টেস্ট সফরে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনার মার এখন কিছুটা কমেছে ভারতে। সেই কারণেই আগামী সেপ্টেম্বরে অসমাপ্ত আইপিএলের বাকি অংশটুকু শেষ করতে চায় বোর্ড। এর পরেই আসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।