14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান

Link Copied!

বরিশালের গৌরনদীতে হাইওয়ে মহাসড়ক সংলগ্ন একটি খাবার হোটেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার ২৭ আগস্ট দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মহাসড়ক সংলগ্ন কটকস্থল এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা পরিবেশে খাবার পরিবেশন, বাসী খাবার ডিপ ফ্রিজে খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হোটেল মালিক রাশেদ আকনকে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযান পরিচালনাকালে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এরআগে মঙ্গলবার (২৬ আগষ্ট) একই আদালত টরকী বন্দরে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেন।

http://www.anandalokfoundation.com/