বরিশাল প্রতিনিধি: এবার হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বরিশালে পুরোহিত ও হিন্দু ধর্মাবলম্বীদের।
শুক্রবার রাতে বরিশালের পাষাণময়ী কালীমাতা মন্দিরের প্রণামী থালায় ওই চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে লেখা আছে, ‘হত্যা কিলিং টার্গেট মিশন এবার বরিশালে অবস্থান করছে। বরিশালের সমস্ত মন্দিরের পুরোহিত এবং হিন্দু সংগঠনের নেতাদের মৃত্যু অনিবার্য। সকল হিন্দুধর্মের নেতা, চাকুরিজীবী এবং সাধারণ নাগরিকদেরও একে একে হত্যা করা হবে। বরিশালের বিএনপির এক নেতা এবং আওয়ামী লীগের বর্তমান জনপ্রিয় নেতার সহযোগিতায় হত্যা ও টার্গেট কিলিং মিশন সফল করা হবে। পুলিশ র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী কেউ এই হামলা ও হত্যা ঠেকাতে পারবে না। হিন্দুরা বাঁচতে চাইলে ভারত চলে যাও।’
মন্দির সেবায়েত দুলাল ভট্টাচার্য বলেন, ‘দুপুর ২টার পর মন্দিরের সদর দরজা বন্ধ করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে মন্দিরে গিয়ে প্রণামী থালায় একটি চিঠি দেখতে পাই।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, এ ঘটনায় রাতে মন্দিরের সেবায়েত দুলাল ভট্টাচার্য একটি সাধারণ ডায়েরি করেছেন। বরিশালের সব মন্দিরেই আগে থেকে নিরাপত্তা জোরদার রয়েছে।