13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হিন্দুদের ওপর নির্যাতন, এক সপ্তাহের মধ্যে কর্মসূচীতে যাওয়ার হুশিয়ারি সনাতনী সংগঠনগুলোর

রাজীব শর্মা
November 14, 2024 4:19 pm
Link Copied!

সম্প্রতি চট্টগ্রামের আন্দরকিল্লার হাজারী গলিতে প্রশাসন কতৃক গণ-গ্রেফতার, নির্বিচারে লাঠিচার্জ, অত্যাচার, নিপীড়ন, সাধু সন্তদের টার্গেট করে হয়রানীমূলক মামলা প্রতিবাদে সনাতনীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করছে সম্প্রদায়টির রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো। এছাড়া পাশাপাশি রয়েছে পরস্পরের মধ্যে পাল্টাপাল্টি সাংঘর্ষিক মন্তব্য।

সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের পরস্পর কাদা ছোড়াছুড়ি সহ নানা বির্তকের জেরে প্রকৃত ঘটনা ঢাকা পড়ছে। এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্যতায় ফাটল সৃষ্টি হচ্ছে। যা কোনভাবে কাম্য না। এতে ভবিষৎয়ে সংগঠনগুলোর অন্তকোন্দলে জাতিটার মধ্যে একত্মতার অভাবের পাশাপাশি ভাঙন সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সনাতন ধর্মাবলম্বীদের নিরপেক্ষজনেরা।

সনাতন ধর্ম বিশ্লেষকরা বলেন, বাংলাদেশে আধিপত্যবাদ ও ক্ষমতা দখল, পদ পদবীর মোহের কারনে সনাতন ধর্মের মানুষের মধ্যে একই নামে রয়েছে একাধিক সংগঠন। যার মধ্যে প্রধান জাতীয় হিন্দু মহাজোট নামের একটি সংগঠন। এই নামে রয়েছে তিন থেকে চারটি সংগঠন। যাদের মধ্যে দুইটি সংগঠনের মধ্যে জোরালো বির্তক থাকার কারনে একপক্ষ সনাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন কেউ কেউ।

চট্টগ্রাম আদালতের আইনজীবী জুয়েল চন্দ্র দাশ বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন আজকের না। যখন সরকার পরিবর্তন হয়, এ সম্প্রদায়ের ওপর রাজনৈতিকভাবে নিপীড়ন বেড়ে যায়। তার মধ্যে সবাই অধিকার আদায়ে এক স্থানে আসলে কিছু মহল বরাবরই অপ্রপচার করে আসছে। যা আগামির হিন্দুদের জন্য কোনভাবে স্বস্তির বার্তা হতে পারে না। সনাতনীদের নিজের সম্প্রদায়ের অস্থিত্ব রক্ষার্থে সবাইকে একমতে আসা প্রয়োজন মনেকরি।

সরকারকে সাত দিনের আল্টিমেটাম বাংলাদেশ সনাতন পার্টির
এদিকে সারাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও নিপীড়ন, প্রতিবাদী সাধুদেরকে টার্গেট করে মামলা ও হামলার পাশাপাশি দেশ ছেড়ে যাওয়ার হুমকির অভিযোগ তুলছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। যার প্রতিবাদে অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বুধবার ঢাকা জেলা প্রশাসন বরাবর এক স্মারকলিপি জমা দেন ।

স্মারকে সনাতন ধর্মাবলম্বীদের ওপর মিথ্যা দেশদ্রোহী মামলা প্রত্যাহার, সনাতনী আইনকন গোপীনাথ ব্রহ্মচারী মহারাজের প্রাণনাশের চেষ্টা, লুণ্ঠন সম্পদ উদ্ধার ও লুটতরাজদের গ্রেফতার ও দৃষ্টান্তম‚লক শাস্তির এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালী মাতার চুরিকৃত স্বর্ণের মুকুট দ্রæত উদ্ধারসহ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তম‚লক শাস্তির দাবী জানান। অন্যথায় আগামি এক সপ্তাহের মধ্যে নানা কর্মসূচিতে যাবেন বলে হুশিয়ারি করেন এ সংগঠন।

এছাড়া আগস্টের সরকার পতনের পরপরই দেশজুড়ে সংখ্যালঘুদের ওপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে। তাদেরকে মিথ্যা মামলা, হুমকি, প্রাণনাশসহ নানাভাবে ভয়ভীতি লাগানো হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও উসকানীমূলক পোস্টকে কেন্দ্র করে আন্দরকিল্লার হাজারী গলিতে প্রশাসক কতৃক সনাতন ধর্মাবলম্বীদের ওপর লাঠিচার্জ, বাড়ী থেকে ধরে এনে গণ-গ্রেফতার, বাড়িতে বাড়িতে তল্লাশীর মাধ্যমে ভীতি সৃষ্টি করছে বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সনাতন পার্টির সাধারন সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন কুমার রায় দ্যা নিউজকে বলেন, ‘হাজারি লেইনের ঘটনায় প্রশাসন সনাতন ধর্মাবলম্বীদের বাড়ির সিসি ক্যামেরা ভেঙ্গে প্রতিটি ঘরে তল্লাশীর নামে নীরিহ ব্যক্তিদের উপর অমানবিক অত্যাচার-নির্যাতন ও গণ-গ্রেফতার এর ঘটনা ঘটেছে। প্রশাসনিক জিজ্ঞাসাবাদের নামে আটক রাখা হয়েছে। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক প্রকার ভীতির পরিবেশ বিরাজ করছে। আমরা মনে করছি সনাতনীদের আট দফা দাবীকে বানচাল করার চেষ্টা করছে কুচক্রী মহল। আমাদের অবস্থান থেকে অধিকারের জায়গা চেড়ে দেব না। আমরা চাই, হাজারী গলির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘আমরা জেনেছি যে, হাজারি লেইনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে তথ্য, কার্ড ও নকল ওয়েব সাইটে লেখালেখি করে অনেকেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। সে বিষয়ে অন্তবর্তী সরকার ও প্রশাসনকে সজাগ থাকতে হবে।’

সুমন বলেন, ‘আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সনাতনী স¤প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠন (ইসকন)- কে নিষিদ্ধ করার কথা বলে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করছে। এবং স¤প্রতি মিথ্যা, ভ‚য়া তথ্য পরিবেশনের মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে, যা ন্যায় বিচারের পরিপন্থী। সাধারণ জনগন মনে করে বর্তমানে বৈষম্যবিরোধী অন্তবর্তীকালীন সরকারের নিকট সনাতন (হিন্দু) সংখ্যালঘু আট দফা দাবীর কারণে সনাতনী স¤প্রদায়ের যৌক্তিক আন্দোলনকে দমনের জন্য রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়েছে। অতিদ্রæত আমরা এ মামলার প্রত্যাহার চাই। নয়তো আগামি এক সপ্তাহের মধ্যে কোন যৌক্তিক সিদ্ধান্ত না আসলে তিন কোটি সনাতনী সমাজ আবারও নানা কর্মসূচির ডাক দেবে।’

নানা মাধ্যমে আন্দোলনকে থামানোর চেষ্টা দাবি সনাতনীদের
অন্যদিকে দীর্ঘদিন ধরে ‘বাংলার হিন্দু এক হও’ শ্লোগানে কাজ করে আসছেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ সংগঠনটি। বাংলাদেশের চলমান সংখ্যালঘুদের ৮ দফা দাবি আদায়ের আন্দোলনে অন্যতম মুখপাত্র শ্রী চিন্ময় দাস ব্রহ্মচারী কে নিয়ে ‘একুশে টেলিভিশন’সহ সামাজিক যোগাযোগ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে একটি নিউজের ভিডিও প্রচার করা হচ্ছে। প্রচারিত ভিডিওটি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে সুপার এডিট করা হয়েছে বলে মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনটি।

সংগঠনটির সমন্বয়করা বলেন, ‘একুশে টেলিভিশনে প্রচারিত ভিডিওটির মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহলকে তুষ্ট করে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা হচ্ছে। এই অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সংখ্যালঘু স¤প্রদায়ের ৮ দফা দাবি আদায়ের আন্দোলন কোন বিশেষ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়। আমরা কখনোই কোনো বিশেষ দল বা মতের অনুক‚লে এই আন্দোলন করছি না। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য কেবলই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে যৌক্তিক ৮ দফা দাবি আদায় করা।’

ইসকনের চারু দাসকে অবাঞ্চিত ঘোষনার হুশিয়ারি সনাতনীদের
এদিকে গত রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নন্দনকাননের তুলসিধাম আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারীকে সাধুসমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুশিয়ারি করেন সনাতন ধর্মের প্রবীণ সাধু সন্নাসীরা।

বক্তারা মনে করেন, ‘সনাতনীদের আট দফা আন্দোলনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের একটি মহল নানাভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও উল্লেখ করেন। এবং হিন্দুদের দুঃখের সময় কোন সাধু সন্ত থেকে আশাহত বাক্য শুনতে চান না বলেও মনে করেন সাধুরা। ঐ বৈঠকে ইসকনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ প্রভুসহ ১৯ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করার দাবি জানান সম্মিলিত সংখ্যালঘু জোট ও সনাতনী নেতৃবৃন্দরা। এছাড়া হাজারী গলি থেকে ঢালাও ভাবে গ্রেফতারের পর তাদের চিকিৎসা করানোর অনুমতি চাইতে গেলে কোন উত্তর মেলেনি। এতে গ্রেফতারকৃত সনাতনীদের চিকিৎসা ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয়।

আগামি ১৫ দিনের জন্য স্থগিত আন্দোলন ফের চালুর হুঁশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলনে স্বামী রবিশ্বরানন্দ বলেন, ‘চিন্ময় প্রভুকে নিয়ে ‘সুবিধাবাদী ও কাÐজ্ঞানহীন আচরণ’ অব্যাহত থাকলে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারীকে সাধুসমাজে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। দেশে চলমান সনাতনীদের অধিকারের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইসকনকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে। আমরা সবাই ইসকনের সঙ্গে ঐক্যবদ্ধ আছি এবং এর সাথেই কার্যক্রম পরিচালিত করছি।’

এছাড়া এ বৈঠকে চিন্ময় কৃষ্ণকে নিয়ে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারীর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন সন্তমÐল পর্ষদ। এসময় উপস্থিত ছিলেন শ্রীমৎ প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ, বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ, পরিতোষানন্দ গিরি মহারাজ, রণনাথ ব্রহ্মচারী মহারাজ ও গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ।

‘হিন্দু নির্যাতন’ নিয়ে সাংঘর্ষিক মন্তব্য গোবিন্দ্র প্রামাণিকের
অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের অন্যতম সংগঠন বাংলাদেশ হিন্দু মহাজোট। এ সংগঠনটি বর্তমানে একাধিক দলে বিভক্ত। তবে মাঠ পর্যায়ে আছে একই নামে তিনটি দল। বর্তমানে দুইটি দল সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে দাবি করে সনাতনীদের অনান্য সংগঠনের আট দফা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করলেও বরাবরই গোবিন্দ্র প্রামাণিকের হিন্দু মহাজোট দাবি করছে ৫ আগস্টের সরকার পতনের পর দেশে সাম্প্রদায়িক ‘তেমন নির্যাতন হচ্ছে না’। এতে একই নামে একাধিক দল হওয়াতেই পারস্পরিক সাংঘষিকতা ও অন্তকোন্দলে নেতৃত্বে চিন্তাভাবনায় নিরপেক্ষতাহীনতার প্রশ্ন উঠছে জনমনে।

এছাড়া সনাতনীদের আন্দোলনকে ঘিরে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোবিন্দ্র প্রামাণিকের বর্তমানের মন্তব্য সাংগঠনিক নয় বলে দাবি করছেন সনাতনীদের সংগঠনগুলোর

সনাতনীদের মতে, ২০২০ সালের ৮ ফেব্রæয়ারি ক্ষমতা কুক্ষিগত করা ও একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া; জামায়াত, স্বাধীনতাবিরোধী ও উগ্র মৌলবাদী শক্তির সঙ্গে সম্পর্ক, আর্থিক অনিয়ম, কেন্দ্রীয় কমিটিতে অর্থের বিনিময়ে পদায়ন, স্বেচ্ছাচারিতা, একাধিক সংগঠন তৈরি, সংগঠনের কর্মসূচি বিক্রি, সংগঠনের নামে চাঁদা আদায়সহ নানা অভিযোগ তোলে অব্যাহতি ঘোষনা করেন হিন্দু মহাজোটের আরেকটি সংগঠন। তবে সকল অভিযোগ উড়িয়ে দিয়ে বর্তমানও গোবিন্দ্র প্রামাণিক মহাসচিব পদের দায়িত্বে আছেন বলে দাবি করছেন।

আইনজীবী গোবিন্দ্র প্রামাণিক বলেন, ‘শেখ হাসিনা যখনই কোনো সংকটময় পরিস্থিতিতে পড়েন ওই মুহুর্তে হিন্দুদের ঘাড়ের ওপরে চেপে সংকট থেকে মুক্তি পেতে চেষ্টা করেন। বাংলাদেশে যারা হিন্দু সংগঠন চালাতো সবাই ছিল আওয়ামিলীগ কেন্দ্রিক, তারা পালিয়ে গিয়েছে। ৫ আগস্টের পর রমনা, ঢাকেশ^রী মন্দিরে গিয়ে দেখেছি যে জামায়াত, বিএনপি, হেফাজত, ইসলামি আন্দোলন ও মাদ্রাসারা কর্মীরা সবাই মিলে আমাদের মন্দির পাহারা দিয়েছে। বলা যায় সারাদেশে পাহারা দিয়েছে। তাদের পাহারা দেয়ার কারনে দুস্কৃতিকারীরা হামলা করেনি। নয়তো আরও বড় হামলা তারা করতো। আজকে যারা পরাজিত শক্তি তারা কি চায়, তারা চায়, দেশে নতুনভাবে যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে বির্তকিত করা।’

http://www.anandalokfoundation.com/