13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় দেবেন্দ্রনাথের বাড়ি হামলা-ভাংচুর ও পুত্রবধুকে বিবস্ত্র করে শ্লীলতাহানি

নিউজ ডেস্ক
July 15, 2022 9:22 am
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে দেবেন্দ্রনাথের বাড়ি সম্পত্তি দখলের জন্য হামলা-ভাংচুর করে তাকে তার স্ত্রী সরলা রানীকে আম গাছে বেঁধে রেখে বেধড়ক মারপিটকরে নূর ইসলাম ও আনোয়ার হোসেন গং। তারপর পুত্রবধু তাপসী রানীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি।
৬ জুলাই বুধবার সকাল ১০ টার ইউনিয়নের ফরমানপুর (হরেকৃষ্ণপুর) গ্রামের মৃত রফি উদ্দিনের পুত্র নূর ইসলাম (৫৫) ও আনোয়ার হোসেন (৪৫) গং এর নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ লাঠি সোটা হাতে নিয়ে ১৮-২০ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী কায়দায় দেবেন্দ্রনাথের দখলে থাকা তার পৈত্রিক সম্পত্তি বসতবাড়ির জমি দখল নিতে হামলা চালায়। এরপর দেবেন্দ্রনাথকে আম গাছে বেঁধে রেখে মারপিট করে পুত্রবধু তাপসী রানীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে নূর ইসলাম।
এ মামলায় গ্রেফতারের পরদিন আসামীরা আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নিতে বাদীসহ সাক্ষীদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়। দেবেন্দ্রনাথের পরিবার ও পরিজন নিয়ে চরম নিরাপত্তা হীনতায় দিন পার করছে। অভিযোগ রয়েছে স্থানীয় কৃষকলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলাম মাস্টারের ছোট ভাইসহ কয়েকজন হাইব্রিট নেতার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় তাদের বসতবাড়ি দখল নিতে এ নারকীয় তান্ডব চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার হাতুড় ইউনিয়নের ফরমানপুর (হরেকৃষ্ণপুর) গ্রামের দেবেন্দ্রনাথ তার পুত্র নারায়ণ চন্দ্রসহ পরিবার পরিজন নিয়ে পৈত্রিক সুত্রে প্রাপ্ত এ বসতবাড়ীতে পূর্বপুরুষ ধরে বসবাস করে আসছেন। হটাৎ করেই ৬ জুলাই সকাল ১০ টার দিকে হামলা, ভাংচুর, শ্লীলতাহানি করে নূর ইসলাম, আনোয়ার হোসেন ও তাদের দল। এ ঘটনায় দেবেন্দ্রনাথ, তার স্ত্রী, পুত্রবধুসহ অন্তত ৬-৭ জন নারী ও পুরুষ আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু বলেন, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন হাইব্রিট নেতা পরোক্ষ ভাবে ওইসব ভুমি দস্যুদের মমদ দেয়ায় প্রকাশ্য দিবালোকে এমন নারকীয় তান্ডব চালানোর সাহস দেখিয়েছে তারা। এ ঘটনার পর এলাকার সংখ্যালঘু পরিবার গুলোতে দেখা দিয়েছে অজানা অতংক। এদিকে ওই নারকীয় তান্ডবের ঘটনায় দেবেন্দ্রনাথ এর পুত্র নারায়ণ চন্দ্র বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামী করে থানায় মামলা দেয়। থানা পুলিশ ঘটনার পরদিন ৭ জুলাই মামলার প্রধান আসামী নুর ইসলামসহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ওই দিনই আদালত থেকে তারা জামিনে এসে এ মামলার বাদীসহ সাক্ষীদের মামলা তুলে নেয়ার জন্য চাপ দিতে থাকে। অন্যথায় তাদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হচ্ছে বলে বাদী অভিযোগ করেন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মন বলেন আওয়ামীলীগের পরীক্ষিত কোন নেতা কর্মী এমন ঘৃণিত অপরাধ করতে পারে না। কারা এ রকম অপরাধ মুলক কাজ করছে এ প্রশ্নের উত্তর নেই তাঁর কাছে।
আম গাছে বেঁধে রেখে বেধরক মারপিট করাসহ দেবেন্দ্রনাথের পুত্রবধু তাপসী রানীকে বিবস্ত্র করে শ্লীলতাহানির বিষয়ে থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে।
http://www.anandalokfoundation.com/