13yercelebration
ঢাকা

নড়াইলে হাত বাড়ালেই মিলছে ইয়াবা খোজ নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

Ovi Pandey
January 18, 2020 12:39 pm
Link Copied!

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা এই নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন মাথা ব্যাথা নেই। সচরাচর কোন অভিযান চোখে পড়ছেনা, মনে হচ্ছে যেন কানার দেশে আয়না বিক্রি।

প্রাচীন জনপদ নড়াইল শিক্ষা, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতির চারণ ক্ষেত্র  তার ইতিহাস-ঐতিহ্য আজ হারাতে বসেছে। ইতিহাস থেকে বিচ্যুত হয়ে শ্রীহীন জনপদে পরিণত হয়ে পড়েছে। রূপ-সৌন্দর্য হারিয়ে শ্রী হীন জনপদে পরিনত হয়ে পড়েছে কালের স্বাক্ষী নড়াইল।  নড়াইলের লোহাগড়া পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে নীতি নৈতিকতা বিরোধী কর্মকান্ড এবং অসামাজিক কার্যকলাপ দিনকে দিন বাড়ছে।

সেই সাথে বাড়ছে মাদকের কারবার। এ জনপদে মাদকাসক্তের সংখ্যাও বেড়েই চলেছে। ভয়াল মাদকের আগ্রাসী থাবায় সমৃদ্ধ ও সম্ভাবনাময়ী নড়াইল-লোহাগড়া-কালিয়া-নড়াগাতী এখন, প্রায় বিপন্ন’ জনপদে পরিণত। সর্বত্র মাদকের ছড়াছড়ি। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন মাদকদ্রব্য। মাদকের সহজলভ্যতার কারণে এখানে মাদক বিক্রেতার পাশাপাশি সেবনকারীর সংখ্যাও বাড়ছে। এখানকার মাদক সেবীদের কাছে ‘ইয়াবা’ এখন হট কেকের মতো। মোবাইল ফোনের মাধ্যমে দেদারসে চলছে ইয়াবা বেচাকেনা।

বাজারের অলিগলি, পাড়া-মহল্লা সর্বত্র মোবাইল ফোনের মাধ্যমে ‘সিন্ডিকেট’ করে ইয়াবা বিক্রি হচ্ছে। এক কথায়, ইয়াবায় ভাসছে লোহাগড়া।
বিভিন্ন সুত্রে জানা গেছে, পৌর শহরসহ উপজেলার ১২টি ইউনিয়নের অর্ধ শতাধিক বাণিজ্যিক পয়েন্টে দেদারসে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ঘুমের বড়ি, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, মদ ও ইয়াবা। পূর্বে ফেনসিডিলের ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে তা কমে সেই জায়গা দখল করে নিয়েছে ইয়াবা।

বর্তমানে এখানে এক বোতল ফেনসিডিলের দাম ১৫শ’ থেকে ২ হাজার টাকা। পক্ষান্তরে, মায়ানমারের তৈরী, যা আর সেভেন নামে পরিচিত ইয়াবা বড়ি ১’শ টাকা থেকে ৪শ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ডাব্লিউ ওয়াই (চম্পা) বিক্রি হচ্ছে ১৫০ টাকা করে পিস। ইয়াবা সেবনে জন সম্মুখে তাৎক্ষনিক পার্শ¦ প্রতিক্রিয়া না থাকার কারনে ইয়াবার চাহিদা দিন দিন বাড়ছে। ফলে এ নেশার প্রতি স্কুল,কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইয়াবার নেশায় আসক্ত হয়ে পড়েছে। ইদানিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ইয়াবায় আসক্ত হয়ে পড়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।

স্থানীয় পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক পাচার ও বিক্রি বন্ধে তৎপর থাকলেও মাদক বেচাকেনা থেমে নেই। তবে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনো অভিযান চোখে পড়েনা।

http://www.anandalokfoundation.com/