রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় হতদরিদ্রদের তালিকায় রাজনৈতিক দলের নেতা ও স্বচ্ছল পরিবারের নামের তালিকা প্রস্তুত করে চাল বিতরণ করায় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান পত্রিকার বরাত দিয়ে প্রতিিিট ইউনিয়নে স্বচ্ছল ও প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের নাম কর্তনের জন্য পত্র প্রেরণ করেছেন। যাহার স্মারক নং ৯৭৮ এ পত্র প্রেরণ করেণ।
ইউএনওর সভাপতিত্বে ১৩ অক্টোবর বিকালে উপজেলা হল রুমে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এসময় ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, মোঃ মিজানুর রহমান ও মোছাঃ মাহফুজা বেগম পুতুল, থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম, আট ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাণীশংকৈল উপজেলায় গরীব অসহায় ও দুঃস্থদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকায় সরকারি নির্দেশাবলী অমান্য করে রাজনৈতিক দলের নেতা ও স্বচ্ছল পরিবারকে প্রথম দফায় চাল দেওয়া হয়েছে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহি কর্মকর্তা ৮ ইউনিয়নে চাল বিতরণ বন্ধ রেখে নাম সংশোধনের জন্য সভা আহবান করেন। যার ফলে প্রতিটি ইউনিয়নে তালিকা থেকে নাম কর্তনের হিড়িক চলছে পরিষদ গুলোতে। তবে নাম কর্তনের ব্যাপারে স্বচ্ছল পরিবাররা মুখ খুলছেন না মান সম্মানের এবং মামলার ভয়ে।
গরীদবের চাল নিয়ে নয় ছয় করা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, হতদরিদ্রের তালিকর ব্যাপারে আমরা প্রতিনিয়ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি সভা ডেকে আলোচনা করছি। ২-৩ দিনের মধ্যে স্বচ্ছ নামের তালিকা তৈরী করা হবে।