14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হকস্টিক দিয়ে কর্মীদের পেটালেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক

admin
February 2, 2017 9:42 am
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের বিরুদ্ধে নিজ সংগঠনের কর্মীদের হকস্টিক দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে।

গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৯ জন আহত হন। আহতরা হলেন  হলের প্রথম বর্ষের আতাউল, সাগর আহমেদ, মনিরুল, রুহুল, সাগর উদ্দীন; দ্বিতীয় বর্ষের রতন ও আলী এবং চতুর্থ বর্ষের ইমতিয়াজ, মার্স্টাসের ফরহাদ। তাদের মধ্যে তিনজনকে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এ সময় প্রিন্সের হাতে লাঞ্ছিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক আবদুল হক রনি।

জানা যায়, হলের ১০৯ নম্বর কক্ষে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দীন খান এবং ১১০ ও ১১১ নম্বর কক্ষে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমনের অনুসারীরা অবস্থান করেন। সভাপতি অনুসারীদের অভিযোগ, লিমনের অনুসারীরা রুমে প্রায় রাতেই উচ্চৈঃস্বরে গান করেন। গত পরশু দিন রাত পর্যন্ত গান করতে থাকলে ইউসুফের অনুসারীদের সমস্যা হয়। এ সময় তারা উচ্চৈঃস্বরে গান না করতে নিষেধ করলেও তারা শুনেনি। এরই জেরে গতকাল সকাল সাড়ে ৯টায় ওয়াশ রুম থেকে ফেরার সময় ইউসুফের অনুসারী আতাউল নামের এক শিক্ষার্থীকে মারধর করে লিমনের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ঘটনাস্থলে হকস্টিক নিয়ে এসে ইউসুফের অনুসারীদের মারধর করতে থাকেন। এ সময় হলের সিনিয়াররা এলে তাদেরও মারধর করেন তিনি। ঘটনাস্থলে প্রিন্সের হাতে লাঞ্ছিত হন কেন্দ্রীয় ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক আবদুল হক রনি। লিমন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্সের অনুসারী।

ঘটনার সত্যতা স্বীকার করে হল সভাপতি ইউসুফ উদ্দীন খান বলেন, কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিকে বিষয়টি জানিয়েছি। শুধু আজকে নয়, প্রত্যেকটি ঝামেলায় সে (প্রিন্স) এই কাজটা করে। কর্মীদের পেছনে দিয়ে তিনি নিজেই সামনে এসে মারামারি শুরু করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মোতাহার হোসেন প্রিন্স। তিনি বলেন, এ রকম কোনো কিছু হয়নি। জুনিয়র কর্মীদের মারধর করা হয়নি।

কেন্দ্রীয় নেতাকে লাঞ্ছিত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। ঝামেলার সমাধান করার জন্য যেটা দরকার সেটা করেছি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ঘটনার বিস্তারিত জানি না।

http://www.anandalokfoundation.com/