স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষালের স্ত্রী ও দর্শন গবেষক সন্ধ্যা ঘোষালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে সন্ধ্যা ঘোষালের প্রয়াণের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
১৯৫০ সালের ২৫ ডিসেম্বর বরিশালের নিজ বাড়িতে জন্ম গ্রহন করেন শ্রীমতি সন্ধ্যা ঘোষাল। শুক্রবার রাত্র ১.৪০ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেলের ৬১৭ নম্বর ভিআইপি কেবিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ শনিবার দুপুর ১২ টায় লালবাগ শ্মশানে দাহ করা হয়।