14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৯ দাবিতে গিয়ে বাধা

ডেস্ক
March 11, 2025 5:08 pm
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়ে বাধার মুখে পড়েন ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্ম সদস্যরা দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ।

এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের দুই দফা লাঠিপেটা করে। পরে বিক্ষোভকারীরাও পুলিশের ওপর চড়াও হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।

বিক্ষোভকারীরা জানান, অব্যাহত খুন-ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটছে। যা ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণ করতে হবে। এসব নিপীড়নের বিচার করতে দ্রুত বিচার ট্রাইবুন্যাল গঠন করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাসহ সব ধর্ষণকাণ্ডের বিচার, অংশীজনদের অংশগ্রহণে ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধের আইনসমূহের যৌক্তিক সংস্কার, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়নরোধী সেল আইন করে কার্যকর করার দাবিতে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ অন্যায়ভাবে বাধাদান করে।

http://www.anandalokfoundation.com/