ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
উপজেলার প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় নওগাঁ জেলা শহর থেকে বের হওয়া মোটর শোভাযাত্রায় নজিপুরে অংশগ্রহণ করেন দলীয় নেতৃবৃন্দ।
বিকেল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন প্রশাসনের পক্ষ থেকে উপজেলাচেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়। দলীয়ভাবে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা, যুবলীগ, বঙ্গবন্ধু পাঠচক্র, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় পুষ্পমাল্য অর্পন করেন।
এ সময় উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, পৌর মেয়র আমিনুর রহমান, সরকারী এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, ওসি শামীম হাসান সরদার, পৌর আ’লীগ সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক মুক্তাদিরুল হক, বীর মুক্তিযোদ্ধা ফরমুদহোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ।
পরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেখানো স্মৃতিসৌধ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষন ও বঙ্গবন্ধুন জন্মশত বার্ষিকীর ক্ষন গননার উদ্বোধনী অনুষ্ঠানে সকল সরকারী কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।