14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্প্যানিশ কোচ হলেন লুই ডি ফুয়েন্তে

ডেস্ক
December 9, 2022 11:08 am
Link Copied!

বিশ্বকাপে উড়ন্ত সূচনার পরও আফ্রিকার দেশ মরক্কোর কাছে টাইব্রেকারে অপ্রত্যাশিত হারে কাতার বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় স্প্যানিশরা। দলের এমন ব্যর্থতার দায় পুরোপুরি নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করেন সাবেক বার্সা কোচ এনরিকে।

এনরিকের বিদায়ের পরপরই তার জায়গায় নতুন কোচ নিয়োগে বেশি সময় নেয়নি দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। তার জায়গায় আরেক স্প্যানিশ কোচ লুই ডি ফুয়েন্তের কাঁধে দায়িত্ব স্থলাভিষিক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্পেন ফুটবল ফেডারেশন ফুয়েন্তেকে নিয়োগের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে। আগামী মার্চ মাসে ফুয়েন্তে নতুন দায়িত্ব গ্রুহণ করবেন বলেও জানিয়ে দিয়েছে সংস্থাটি।

স্প্যানিশদের সাবেক লেফট ব্যাক ফুয়েন্তে জাতীয় দলের কোচ হিসেনে যুক্ত হওয়ার আগে কিছুদিন স্পেন অনুর্ধ-২১ দলের দায়িত্ব পালন করেছেন। এবার তিনি পেলেন জাতীয় দলের দায়িত্ব।

এর আগে মরুর বুকে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু করেছিল স্পেন। তবে পরে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এশিয়ান দল জাপানের কাছে হারে ২-১ গোলের ব্যবধানে। তবুও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

কিন্ত মরক্কোর কাছে হারের দিনে টাইব্রেকারে একটি বলও জালে জড়াতে পারেনি সার্জিও বুটসকেসরা। আর তাতেই সমালোচনার জোয়ার ওঠে ৫২ বছর বয়সী কোচ এনরিকের কোচিং নিয়ে। এছাড়া বিশ্বকাপের ২৬ সদস্যের দলে অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসকে না রাখায় প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। যার ফলশ্রুতিতে দেশে ফিরেই পদত্যাগ করেন স্প্যানিশ এই কোচ।

http://www.anandalokfoundation.com/