অদৃশ্য এক অণুজীব করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়ছেন চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মীরা নিজের জীবন ঝুঁকিতে রেখে অন্যের জীবন বাঁচিয়ে চলছেন তারা। আজকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা দুই প্রতিভাবান চিকিৎসক প্রাণ হারালেন।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কোভিড ১৯ এর সাথে যুদ্ধ করতে গিয়ে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পরলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ চিকিৎসা কেন্দ্রে কর্মরত চিকিৎসক ডাঃ জ্যোতি জয়ন্ত চক্রবর্তী।
ডাঃ জ্যোতি জয়ন্ত চক্রবর্তীর পরিবার সূত্রে দাবি জানিয়েছেন, তার শরীরে করোনা শনাক্ত ছিলো তবে তিনি করোনায় মারা যায় নি। তিনি উচ্চরক্তচাপ জনিত সমস্যায় স্ট্রোক করে মারা গিয়েছেন।
উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিনের পরিবারের সব দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সরকারের পক্ষ থেকে যে বীমা ও অন্যান্য সুবিধা ঘোষণা করা হয়েছে মরহুমের পরিবার তাড়াতাড়ি যাতে তা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতেও নির্দেশ নিয়েছেন।
আরেক চিকিৎসক ডাঃ জ্যোতি জয়ন্ত চক্রবর্তীর পরিবারের দ্বায়িত্বও নেবেন প্রধানমন্ত্রী। এবং বিমা ও অন্যান্য সুবিধা বিদেহীর পরিবারকে তাড়াতাড়ি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এমনটাই প্রত্যাশা সকলের।
একদিনের মধ্যেই দুইজন দ্বায়িত্ববান চিকিৎসক জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারালো, তাদের অভাব কোনদিন পূরণ হবে না।
এইদিকে সুনামগঞ্জের গরিবের ডাক্তার বলে খ্যাত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উপপরিচালক ডাঃ গৌতম রায় তিনি করোনা সাথে অনবরত যুদ্ধ করতে গিয়ে তিনিও আক্রান্ত হয়েছেন, বর্তমানে তিনি আইসোলেশনে আছেন, তিনি যেন করোনাকে জয় করে গরিবের মাঝে ফিরে আসেন। সকলের নিকট প্রার্থনা কামনা করেছেন তার পরিবার।