বরিশালের বানারীপাড়া পৌর শহরের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে প্রায় ২৭ ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি শোভন মিস্ত্রিকে (২২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঢাকার দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে শোভন মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে। গ্রেপ্তারকৃত শোভন উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে।
এজাহারে জানা গেছে, গত ৩ এপ্রিল দুপুর বারোটার দিকে ওই ছাত্রীকে তাদের পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসার সামনের পাকা রাস্তা থেকে তুলে নিয়ে যায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক শোভন মিস্ত্রি। পরবর্তীতে জোরপূর্বক ওই ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করা হয়। পরেরদিন বিকেলে শোভন মিস্ত্রি অসুস্থ ভিকটিমকে তার বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম ওই ছাত্রীর মা বাদি ৪ এপ্রিল রাতে থানা মামলা দায়ের করেন।