14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে একদিনে একাধিক প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

জাবেদ এমরান
April 7, 2025 10:56 pm
Link Copied!

আধ্যাত্মিক নগরী সিলেটে একদিনে বড়ছোট বেশকিছু ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার (৭ এপ্রিল) দুপর থেকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করে নানা ব্যানারে তৌহিদী জনতা।
ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বেশকিছু সড়কে নেয়ে আসে বিক্ষুব্ধ জনতা। সে সময় ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে কেএফসি রেস্টুরেন্ট, মেগা সুপার সপ ইউনিমার্টের আম্বরখানা শোরুম, বাটার দরগাহ, জিন্দাবাজার, বন্দর বাজারসহ ৪টি শোরুমে ভাঙচুর ও লুটপাট হয়েছে।
এছাড়াও, নগরীর বেশকিছু ছোটছোট দোকান ও ডিলার পয়েন্টে ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে ভাঙচুর ও মালামাল ধ্বংস করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা যায়, দুপুরে নগরীর দরগাহ গেইট এলাকার বাটার বৃহৎ শোরুমে ভাঙচুর করে একদল তরুণ। তার কিছুক্ষণ পর শুরু হয় লুটপাট। যে যেভাবে পারছে মালামাল নিয়ে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে কয়েকজন তরুণকে ধরার চেষ্টা করে। মুহূর্তে লুটপাটাকারীরা দিগ্বিদিক পালিয়ে যায়।
তার কিছুক্ষণ পর মেগা সুপার সপ ইউনিমার্ট আম্বরখানা শোরুমে হামলা হয়। দ্রুত সেনাবাহিনী ও পুলিশ সেখানে অবস্থান নিলে লুটপাট থেকে রক্ষা পায় ইউনিমার্ট। নগরীর মিরবক্সটুলা এলাকার কেএফসিসহ নগরীর অনেক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে জানা যায়।
আরো দেখা যায়, ঘণ্টাব্যাপী ব্যাপক হামলা ও ভাঙচুর চলাকালে কেএফসির ভেতরে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায় বিক্ষুব্ধরা। তারা ফ্রিজে এবং গোডাউনে থাকা পেপসি, সেভেনআপ, মাউন্টেন ডিউসহ বিপুল পরিমাণ কোমল পানীয়র বোতল রাস্তায় ছুড়ে ফেলে দেয়। পরে ভবনে থাকা হোটেল রয়েল মার্কের রিসিপশন এরিয়া ও তৃতীয় তলার সাফরা রেস্টুরেন্টেও হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
বিক্ষুব্ধরা জানান, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের নগ্ন হামলাকারী প্রতিষ্ঠানের কোনো পণ্য রাখা যাবেনা। সেজন্য ইসরায়েলি প্রতিষ্ঠান ও বিভিন্ন পণ্য ধ্বংস করা হচ্ছে। বাংলার মাটিতে ইসরায়েলের চিহ্ন নিশ্চিহ্ন করা হবে। ফিলিস্তিনের জন্য বাংলাদেশীরা প্রাণ দিতে প্রস্তুত বলেও জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তরের ডিসি মো. শাহরিয়ার আলম গণমাধ্যমকে বলেন, ইসরায়েলি প্রতিষ্ঠান ও পণ্য দাবি করে কেএফসি রেস্টুরেন্ট, বাটা শোরুম ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনার বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। অশান্তি সৃষ্টি করা ইসলাম কখনো সমর্থন করে না। ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের হত্যা, অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে হচ্ছে। কিন্তু প্রতিবাদ ও বিক্ষোভের নামে ভাঙচুর, লুটপাট কোনোভাবে কাম্য নয় বলে জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম বলেন, গাজায় বর্বরতার প্রতিবাদে ‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচীতে সিলেটের তৌহিদী জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে। পুলিশ প্রশাসন সমাবেশ ও মিছিল কর্মসূচি বাস্তবায়নে মুসল্লিদের সহযোগিতা করেছে। হঠাৎ একদল উচ্ছৃঙ্খল জনতা কেএফসিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সাথে পু্লিশ সদস্যরা কাজ করে বলে তিনি জানান।
http://www.anandalokfoundation.com/