পর্যটকদের চলাচলের জন্য সিলেট সীমান্তের তামাবিল স্থলবন্দর খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ভারতের ডাউকি সীমান্ত খুলে দেওয়ার পর পর্যটকরা যাতায়াত শুরু করেছে।
এর আগে গতকাল ভারতে বিক্ষোভ ও সহিংসতা এবং কারফিউ জারির পর বাংলাদেশ-ভারতের ডাউকি সীমান্ত বন্ধ করে দিয়েছিল ভারতীয় ইমিগ্রেশন বিভাগ।
সিলেট জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক জানান, গতকাল ভারতীয় ইমিগ্রেশন বিভাগ যাতায়াত বন্ধ করে দিয়ে ছিল। তবে আজ সকাল থেকে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত স্বাভাবিক হয়েছে।
অপর দিকে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে বাংলাদেশিদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের। এদিকে তামাবিল স্থল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।