14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় বোরো ধানের বাম্পার ফলন

admin
May 17, 2018 1:11 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: গ্রীষ্ম মৌসুমে ফরিদপুরের সালথায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর ১ হাজার ৭৩ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। বর্তমানে ধান কর্তন করছে চাষীরা। হেক্টর প্রতি গড়ে ৬ মেঃটন ধান উৎপাদন হচ্ছে বলে জানা গেছে।

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: গ্রীষ্ম মৌসুমে ফরিদপুরের সালথায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর ১ হাজার ৭৩ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। বর্তমানে ধান কর্তন করছে চাষীরা। হেক্টর প্রতি গড়ে ৬ মেঃটন ধান উৎপাদন হচ্ছে বলে জানা গেছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবার উপজেলার ৮টি ইউনিয়নে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১ হাজার ৭৩ হেক্টর জমিতে ধানের চাষ করা হয়েছে। আবহাওয়া ধানের অনুকূলে থাকায় এবং উপজেলা কৃষি অফিসের সার কীটনাশক ও অন্যান্য মরামর্শ কৃষকরা ক্ষেতে প্রয়োগ করায় ধানের বাম্পার ফলন হয়েছে।

কয়েকদিন আগে থেকেই ধান কাটার কাজ শুরু হয়েছে। সপ্তাহ খানিকের মধ্যে ধান কর্তনের কাজ শেষ হবে। তাতে হেক্টর প্রতি গড়ে ৬ মেঃটন ধান উৎপাদণ হচ্ছে বলে ধান চাষীরা জানিয়েছেন। ধানের ফলন দেখে চাষীদের মূখে হাসি ফুটে উঠেছে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, উপজেলা কৃষি অফিসের সঠিক উদ্যেগ গ্রহন করায় প্রতি বছরের চেয়ে এবার বোরো ধানের ভাল ফলন হচ্ছে।

http://www.anandalokfoundation.com/