14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সালথায় বেগম রোকেয়া দিবস পালিত

Biswajit Shil
December 9, 2019 12:10 pm
Link Copied!

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ’জয়িতা’ বাংলার নারী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃ কুদ্দুছ খান, সাধারণ সম্পাদক মাছরুর খান সবুজ, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে সফল জননী নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে ৫ জয়িতা নারীকে ক্রেষ্ট তুলে দেন উপজেলা প্রশাসন।

http://www.anandalokfoundation.com/