14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাবেক স্বাস্থ্য সচিব গ্রেফতার

ডেস্ক
February 18, 2025 11:47 am
Link Copied!

সাবেক সরকারের সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ডিবি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের সোপর্দ করা হবে।

জানা গেছে, আওয়ামী সরকারের পতনের পরে গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীরকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। এরপর তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

http://www.anandalokfoundation.com/