নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলকে স্থানীয় জনতা আগ্নেয়াস্ত্রসহ আটক করে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (১৭ নভেম্বর) হবিগঞ্জের চুনারুঘাটে স্থানীয় লোকজন একটি পিস্তল ও গুলিসহ তাকে আটক করে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পরে তাকে থানা থেকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান।
স্থানীয় লোকজন জানান, সেখানে এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা কাটাকাটির জেরে রানা মোহাম্মদ সোহেল বন্দুক দিয়ে গুলি ছোড়েন। এতে জনগণ উত্তেজিত হয়ে তাকে ঘিরে রাখেন।
পুলিশ জানায়, রানা মোহাম্মদ সোহেল বড়লেখা রাসলীলা উৎসব থেকে ফেরার পথে চুনারুঘাট উপজেলার খোয়াই ব্রিজের কাছে তার ব্যবহৃত গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় লোকজন জড়ো হলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে রানা নিজের লাইসেন্স করা পিস্তল থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ভয় দেখান।
এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাকে আটক করে রাখেন। খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে তাকে সেনাবাহিনীর হেফাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে মেজর রানা মোহাম্মদ সোহেল বেড়াতে এসেছিলেন। ফেরার পথে চুনারুঘাটে জনতার সঙ্গে এ ঘটনা ঘটে। তাকে সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পে নেয়া হয়েছে। সেনাবাহিনী এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।