মাগুরায় শিশু ধর্ষণসহ সারাদেশব্যাপী নারী নির্যাতনের বিচারের দাবীতে ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে; এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২মার্চ) সকাল ১০টায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন- সারাদেশব্যাপী ধর্ষণকারি ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবী সেইসাথে চুরি ডাকাতি ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। প্রতিবাদ মিছিলে উপজেলার সর্বস্তরের মানুষ,সাধারণ শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক অংশগ্রহন করেন।