13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Link Copied!

 ছাত্রছাত্রীদের মেধার বিকাশ মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে সাতক্ষীরায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনে শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সাতক্ষীরা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ম থেকে ১০ম শ্রেণীর ১২৯৭ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
মেধাবৃত্তি পরীক্ষার পরিদর্শন করেন,জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের,সিটি কলেজে সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা.আখতারুজ্জামান,সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান কিশোর কন্ঠ ফাউন্ডেশন শহর শাখার চেয়ারম্যান আল মামুন, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান সহ আরো অনেকে।
কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান আল মামুন জানান, মেধাবৃত্তি পরীক্ষার  ফলে শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতামূলক স্বভাব বৃদ্ধি পাবে, পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্যবিষয়ে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হবে। এ ধরনের উদ্যোগে অভিভাবকদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি। শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি মেধা বিকাশে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম হলো মেধা পরীক্ষা।
আরো জানান, পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অন্বেষণে প্রতিযোগিতামূলক স্পৃহা বৃদ্ধি পাবে, পাঠভ্যাস গড়ে উঠবে, সমাজে কিশোর অপরাধ হ্রাস পাবে, শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। শিক্ষার্থীর সুষ্ঠু মেধা বিকাশে আমরা আগামীতে অধিকতর গ্রহণীয় পদক্ষেপ গ্রহণ করব।
http://www.anandalokfoundation.com/