মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান এবং কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা তার ব্যক্তিগত উদ্দ্যোগে আড়পাড়া ইউনিয়নের মধ্যে মেধাবী শিক্ষার্থী, বিধবা, অচলদের জন্য ভাত প্রদানের আয়োজন করেন।
আজ বিকাল ৫.০০ঘটিকার সময় আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজে আড়পাড়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী, বিধবা এবং অচলদের মধ্যে ৩০ জনের জানুয়ারী ও ফেব্রুয়ারী ২মাস অন্তর অন্তর প্রতি মাসে ২০০ টাকা হারে ২মাসে ৪০০টাকা করে মোট ১২০০০ হাজার টাকা ভাতা প্রদান করেন কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান এবং চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ জাকির হোসেন মোল্যা এসময় প্রধান অতিথি হিসাবে ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সমাজ সেবা অফিসার শ্রী কল্লোল কুমার সাহা কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা মোঃ মাহবুবুর রহমান গর্ভনিং বডির সদস্য আব্দুল হাই মোল্যা এবং ডাক্তার আমির হোসেন শিকদার সহ গন্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ।