পদ্মা সেতু এখন জাতীয় সম্পদ। সেতুটি গোটা জাতির সম্পদ। এভাবে কেন বারে বারে পদ্মা সেতুতে আঘাত লাগছে। সারাদেশের মানুষের অনুভূতিতে আঘাত আসে। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। অতীতে পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো এ সেতুর পেছনে দেশ-বিদেশে ষড়যন্ত্র লেগে আছে। সর্ষের মধ্যে ভূত আছে কিনা তাও গভীরভাবে খতিয়ে দেখা হবে। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সেতুমন্ত্রী এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মা সেতুর মূল অগ্রগতি ৯৪.২৫ শতাংশ। আর্থিক অগ্রগতি ৯০.১৮ শতাংশ। সার্বিক অগ্রগতি ৮৭.২৫ শতাংশ।
তিনি বলেন, পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগার বিষয়ে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন।
এ সময় সেতু বিভাগের সচিব মো. আবু বক্কর ছিদ্দিক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন, পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা ৯৯ কম্পোজিট বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) আসিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।