14rh-year-thenewse
ঢাকা আজ মঙ্গলবার জুলাই 29, 2025
শিরোনাম

৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫-এর দুটি প্রতিযোগিতা সমাপ্ত

আইমার্ট ও কম্পিউটার মার্ট বন্ধে অনিয়মের অভিযোগ প্রবাসী ব্যবসায়ী আখতারুজ্জামানের

২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি

গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ -তথ্য সচিব

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন সেবা সংস্থাগুলোর সমন্বয়: ডা. শাহাদাত

জনদুর্ভোগ সৃষ্টি না করে ন্যায্য ও ন্যায়সংগত দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করার আহ্বান শিক্ষা উপদেষ্টার

মাইলস্টোন ক্ষতিগ্রস্তদের সেবা প্রদানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদ্যোগ

আজকের সর্বশেষ সবখবর

সরকারের একগুঁয়েমি মনোভাব, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অশনিসংকেত

admin
November 2, 2018 5:57 pm
Link Copied!

সংলাপে সরকারের একগুঁয়েমি মনোভাব, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অশনিসংকেত। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, সংলাপে মানুষের মনে যে আশাবাদ জেগে উঠেছিল, সংলাপ শেষে সেই আশার মুকুল ঝরে যেতে শুরু করেছে। সংলাপ শেষে ৭ দফা দাবির প্রতি সাড়া না দেয়ায় আওয়ামী অনড়তায় সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি তিমিরাচ্ছন্ন হলো।

তিনি বলেন, সংলাপ আশানুরূপ হয়নি; তবে সরকার আন্তরিক থাকলে আবারও সংলাপ হতে পারে ঐক্যফ্রন্টের সাথে। অবশ্যই খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

রিজভী বলেন, সরকার অনমনীয় থাকলে রাজপথে ৭ দফা আদায় করা হবে। দুর্জয় সাহস নিয়ে মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে।

একতরফা নির্বাচনের নিখুঁত পরিকল্পনার অংশ হিসেবে খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, অন্যায় অবিচারে বন্দী খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশগ্রহণ করা হবে আত্মঘাতী। দেশকে গণতন্ত্রমূখী করতে সুষ্ঠু নির্বাচনের কোনও বিকল্প নেই। আর নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করা হবে মৃত্যুকুপে ঝাঁপ দেয়া।

রিজভী বলেন, দেশের মানুষ প্রশ্ন করে, ১/১১ এর সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাগুলো গায়েব হলো কি করে? রাষ্ট্রক্ষমতার জোরে। কারণ রাষ্ট্রযন্ত্রের বিস্তৃত ও সুদীর্ঘ বাহুর মোচড়কে ভয় পায় পুলিশ ও আইন আদালত। ঐ মামলাগুলো চলমান রাখার সাহস নেই পুলিশ ও আদালতের। সেইজন্য বেগম খালেদা জিয়া এখন জেলে, আর প্রধানমন্ত্রী ক্ষমতা আঁকড়ে রেখেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংলাপের ভাষণে রাজনৈতিক মামলায় কারা আছেন তাদের তালিকা চেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। তার দশ বছরের শাসনামলে বিরোধী দলের কাদের নামে মামলা দিয়ে বারবার কারাগারে ঢোকানো হচ্ছে সেটি কি প্রধানমন্ত্রীর অজানা? আসলে পুলিশি শক্তির ব্যবহার ছাড়া আওয়ামী জোট সরকারের আর কোনও ভিত্তি নেই।

আগামী ৬ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা উপলক্ষে সব আনুষ্ঠানিকতা হচ্ছে বলেও জানান রিজভী।

এসময় সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/