13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সমালোচনা বিশ্বাস করে আওয়ামী লীগ সরকার -তথ্যমন্ত্রী

ডেস্ক
November 24, 2023 8:32 pm
Link Copied!

সমালোচনা কাজের সহায়ক। সমালোচনা বিশ্বাস করে আওয়ামী লীগ সরকার। তবে এক্ষেত্রে গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে গণমাধ্যমের ভূমিকা যথাযথ। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে স্থানীয় একটি অনলাইন পত্রিকা চাটগার সংবাদ ১১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যম সবচেয়ে বেশি বিকশিত হয়েছে। বর্তমানে দেশের গণমাধ্যমের যে স্বাধীনতা তা অনেক উন্নয়নশীল দেশের জন্য অনুকরণীয়।

বর্তমানে দেশের রাজনৈতিক প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন,  ২০১৩-১৪ সালে দেশকে ধ্বংস করার জন্য দেশে অগ্নি সন্ত্রাস করা হয়, সেই সন্ত্রাসীদের মোকাবিলা করে দেশ এগিয়ে গেছে। এবারও দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু তারা এখন গর্তে ঢুকে গেছে। সেখান থেকে চোরাগোপ্তা হামলা করে মানুষ পুড়িয়ে মারছে, সাংবাদিক পেটাচ্ছে। এমনকি সাংবাদিক পোশাক পরে গাড়িতে অগ্নিসংযোগ করছে। কিন্তু এরা কখনও ফিলিস্তিনি  ইসরাইলের আগ্রাসন নিয়ে কথা বলে না। এরা দেশের শত্রু আবার বিশ্ব মানবতারও শত্রু। এমনকি অনেক পীর সরকারের সমালোচনা করছে। কিন্তু তারাও ইসরাইলের বিরুদ্ধে একটা কথা বলছে না। ফলে এদের চিহ্নিত করে প্রতিহত করার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় সংবাদমাধ্যমকে দেশের এগিয়ে যাওয়া, উন্নয়ন ও অগ্রযাত্রা সাধারণ মানুষদের কাছে তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী।

যারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তাদের জনপ্রিয়তা যাচাই করতে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

http://www.anandalokfoundation.com/