13yercelebration
ঢাকা

অনুমতি না থাকলেও বায়তুল মোকাররমের গেটে সমাবেশের ঘোষণা জামায়াতে ইসলামের

ডেস্ক
August 1, 2023 7:52 am
Link Copied!

আজ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশের ঘোষণা জামায়াতে ইসলামের। শোকের মাসের প্রথম দিনে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতকে সমাবেশ করার অনুমতি না দিলেও সমাবেশের ঘোষণা দলটির।

আজ ১আগস্ট মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করতে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর পরও দলটি সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, গত ২৪ জুলাই সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে পুলিশের আইজিকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল।

উল্লেখ্য, সমাবেশের অনুমতি চেয়ে গত মঙ্গলবার ই-মেইলে ডিএমপিতে চিঠি দেয় সংগঠনটি। ওই দিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়।

জানতে চাইলে গতকাল সোমবার বিকেলে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘আগস্ট মাস জাতীয় শোকের মাস।

তাই শোকের মাসের প্রথম দিনে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করবে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মোবারক হোসাইন, আব্দুর রহমান মুসা, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ, রেজাউল করিম, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, দেলওয়ার হোসেন, কামাল হোসাইন, আতাউর রহমান সরকার, আশরাফুল আলম ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/