14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সন্তানের শিক্ষায় বিনিয়োগই সর্বোত্তম বিনিয়োগ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
December 19, 2021 9:51 pm
Link Copied!

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সন্তানের শিক্ষার পেছনে বিনিয়োগই সর্বোত্তম বিনিয়োগ। তাই প্রতিটি অভিভাবককে সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

আজ মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সন্তান যদি বিপথে চলে যায়, তাহলে তা পরিবার এবং সমাজের জন্যও ক্ষতিকর। তাই সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের সবসময় সচেতন থাকতে হবে।

প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চলমান উন্নয়ন কার্যক্রমগুলো দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি তাগিদ প্রদান করেন। তিনি এ সময় সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করারও আহ্বান জানান।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান সভায় সভাপতিত্ব করেন।

http://www.anandalokfoundation.com/