14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে বৈষম্যবিরোধী নেতার হুমকি, থানায় জিডি 

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেনকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস। বিষয়টি ঘিরে জেলার সাংবাদিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, আনোয়ার হোসেন জীবনের নিরাপত্তাহীনতায় ভোগায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মঙ্গলবার দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে মোত্তাসিন বিশ্বাস আনোয়ার হোসেনের দুটি ছবি লাল দাগ দিয়ে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করেন। পোস্টের ক্যাপশনে স্পষ্ট হুমকি দিয়ে লেখেন, “…সত্য লিখুন, না হলে আপনিও ছাড় পাবেন না। ইনকিলাব জিন্দাবাদ।” পোস্টের মন্তব্য বিভাগে একাধিক মোত্তাসিনের অনুসারীসহ একাধিক  ফেসবুক আইডি থেকে আনোয়ার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছনার হুমকিও দেওয়া হয়।
জিডিতে আনোয়ার হোসেন উল্লেখ করেছেন, তার ছবি বিকৃত করে ব্যবহার করা হয়েছে এবং পোস্টটিতে মোত্তাসিনের অনুসারী ও সমর্থকেরা তাকে নিয়ে হুমকিসহ অশালীন মন্তব্য করেছেন। বিষয়টি তার ব্যক্তিগত নিরাপত্তার ওপর সরাসরি হুমকি তৈরি করেছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’ এই ঘটনার নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। তারা অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানিয়েছেন, সাংবাদিক আনোয়ার হোসেনের জিডির ভিত্তিতে একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবদুর রাহিম জানান, মোত্তাসিনের পোস্ট ঘিরে রাতে একটি বৈঠক হয়েছে এবং সেখানে পোস্টটি মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরবর্তী সময়ে পোস্টটি কেন ফেরত এসেছে, সে বিষয়ে কিছু জানাননি।
ফেসবুক পোস্টের বিষয়ে প্রথম আলোর কাছে ব্যাখ্যা দিতে গিয়ে মোত্তাসিন বিশ্বাস বলেন, “হলুদ কথাটা লেখা ঠিক হয়নি, সেটা তাৎক্ষণিক আবেগ থেকে লিখে ফেলেছিলাম, পরে মুছে দিয়েছি।” তিনি জানান, গত শনিবার শহীদ সাটু অডিটরিয়ামে জেলা পুলিশের আয়োজনে এক সুধী সমাবেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে জামায়াত নেতার বাধা দেওয়ার খবরটি নিয়েই তিনি ওই পোস্ট দেন। বিষয়টি নিয়ে প্রথম আলো যে প্রতিবেদন প্রকাশ করে, তা নিয়েই তার আপত্তি।
মোত্তাসিন আরও দাবি করেন, আনোয়ার হোসেন অতীতে তাদের আন্দোলনে পাশে ছিলেন। তাই তার কাছ থেকে এমন একটি প্রতিবেদন প্রত্যাশিত ছিল না বলে মনে করেন। তিনি জানান, প্রতিবেদককে বিষয়টি জানতে ফোন করলেও কোনো উত্তর পাননি, সেজন্যই তিনি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার এক সামাজিক সংগঠনের কর্মী আব্দুল হাকিম বলেন, “আনোয়ার হোসেন ভাই শুধু একজন সাংবাদিক নন, তিনি ‘জুলাই বিপ্লব’ আন্দোলনের সম্মুখ সারির একজন গণমাধ্যমকর্মী। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের খবর বরাবরই সাহসের সঙ্গে তুলে ধরেছেন তিনি। তার মতো একজন নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে এমন হুমকি ও অপপ্রচার গভীরভাবে উদ্বেগজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন, “আনোয়ার ভাই ভীষণ সৎ ও নীতিবান মানুষ। কোনো প্রকার অন্যায়, অন্যায্য চাপে তিনি কখনো মাথা নত করেন না। সত্য প্রকাশের দায়ে আজ একটি পক্ষের স্বার্থে আঘাত লেগেছে বলেই তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এটি শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ।”
এই ঘটনার প্রেক্ষাপটে আবারও সামনে এল সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রশ্ন। সাংবাদিকদের হুমকি দিয়ে দমন করার প্রবণতা গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এখন দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে হুমকিদাতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস না পায়।
http://www.anandalokfoundation.com/