14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সংবাদমাধ্যমে ১০ম ওয়েজবোর্ড ঘোষনাসহ ১১ দফা দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী

ডেস্ক
March 17, 2025 4:05 pm
Link Copied!

সকল সংবাদমাধ্যমে নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়ন এবং ১০ম ওয়েজবোর্ড ঘোষনাসহ ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর যৌথ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত।

সকল সংবাদমাধ্যমে নবম ওয়েজবোর্ড দ্রæত বাস্তবায়ন এবং ১০ম ওয়েজবোর্ড ঘোষনা ও গণমাধ্যম সংস্কার কমিশন পূনর্গঠনসহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে আজ ১৭ মার্চ ২০২৫ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর যোৗথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কর্মচারি ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মো: মতিউর রহমান তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো: আলমগীর হোসেন খান এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন-এর মহাসচিব মো: খায়রুল ইসলাম।

সকাল ১১টা বাজার সাথে সাথে বিভিন্ন পত্রিকা ও সংবাদ সংস্থা থেকে প্লেকার্ড ও ব্যানার নিয়ে শ্রমিক কর্মচারীদের ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে প্রেস ক্লাবের সামনে সমবেত হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে শ্রমিক কর্মচারীদের আগমনে কানায় কানায় পরিপূর্ন হয়ে উঠে প্রেস ক্লাবের সামনের চত্ত¡র। মানববন্ধনে দেশের অধিকাংশ সংবাদপত্রের কর্মচারি এবং প্রেস ইউনিয়নের সভাপতি/সেক্রেটারীসহ সদস্যগণ উপস্থিত ছিলেন। কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর মহাসচিব মোশতাক আহমদ, সিনিয়র নির্বাহী সদস্য মোহাম্মাদ আলী খান, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের যুগ্ম মহাসচিব মোঃ তানভির হোসাইন, মোঃ তাজাম্মেল হক, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে শ্রমিক-কর্মচারীদের ১১ দফা দাবীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী জনাব জাহাঙ্গীর আলম প্রধান এবং বেশ কিছু শ্রমিক সংগঠন সভাপতিকে টেলিফোনে সংহতি প্রকাশ করেন।

সভায় বক্তারা অবিলম্বে সকল সংবাদমাধ্যমে নবম ওয়েজবোর্ড দ্রæত বাস্তবায়ন এবং দশম ওয়েজবোর্ড গঠনসহ ১০০% মহার্ঘভাতা ঘোষণাসহ গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন বাতিলপূর্বক সংবাদমাধ্যমের রেজিষ্টার্ড ট্রেড ইউনিয়ন ফেডারেশনের বৈধ প্রতিনিধিদের সমন্বয়ে নতুন করে কমিশন গঠন করার আহŸান জানান। বক্তারা বলেন, নবম ওয়েবোর্ড বাস্তবায়ন আইনগত বাধ্যবাধকতা রয়েছে। যারা ওয়েজবোর্ড বাস্তবায়ন করবে না তাদের গণমাধ্যম পরিচালনা করার অধিকার নেই। প্রয়োজনে তারা তাদের প্রতিষ্টানটি বন্ধ করে দিবেন। দশম ওয়েজবোর্ড গঠন সময়ের দাবী। যারা ওয়েজবোর্ডের বিরুদ্ধে ইতোমধ্যে অবস্থান নিয়েছেন, তাদেরকে আমরা চিনি। দু-একটি পত্রিকার মালিকদের এজেন্ডা বাস্তবায়নে বর্তমান গণমাধ্যম সংস্কার কমিশন এবং কিছু দায়িত্বশীল ব্যক্তি কাজ করে যাচ্ছেন। আমরা এদের চিহ্নিত করে রাখছি। বিদেশি নাগরিক দিয়ে সংস্কার কমিশনের নামে ঐসকল পত্রিকার মালিকদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না। বক্তারা সরকারের কাছে তাদের ১১ দফা দাবী দ্রæত মেনে নেয়ার আহŸান জানিয়ে বলেন, দাবী না মানলে ঈদ-উল ফিতরের পরে ফেডারেশনের নেতারা পরবর্তী কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করবে।

মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে সংবাদ মাধ্যমে কর্মরত সকল সাংবাদিক, কর্মচারি ও শ্রমিকদের তাদের ন্যায্য দাবী আদায়ে দূর্বার আন্দোলন গড়ে তুলেতে ভবিষ্যৎ কর্মসূচিতে অংশ গ্রহণ করার আহŸান জানিয়ে সভাপতি সমাপ্তি ঘোষনা করেন।

http://www.anandalokfoundation.com/