13yercelebration
ঢাকা

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর প্রশাসন ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুনীতি দমন কমিশন, সজেকা,খুলনার সহায়তায় সোমবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্তরে কবুতর ও বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে বলেন পরিবার থেকে দুর্নীতি প্রতিরোধ শুরু করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন করার কথা বলেন। তিনি সকলকে সচেতন হওয়ার কথা বলেন এবং দুর্নীতি বিরোধী বাংলাদেশ গড়তে সকলের সহায়তা চান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাইজুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ বর্মন, শ্যামনগর প্রেসক্লাবের সদস্য আবু সাইদ, ছাত্রী জেবাতাসনিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত বিশ^াস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ন কবীর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ,শিক্ষার্থীবৃন্দ, এনজিও প্রতিনিধি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মানবন্দ্রে দেবনাথ।

http://www.anandalokfoundation.com/