ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা থেকে অপহৃত কলেজ ছাত্রী বৃষ্টি বিশ্বাস (১৮) কে ২৪ দিন পর ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল রাজবাড়ি জেলার বিনোদপুর গ্রামের মন্টু ড্রাইভারের ছেলে সাব্বির হোসেন, শামীম হোসেন ও জাহিদ মোল্লা।
শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জেলার শৈলকুপা উপজেলা শহরের কৌপাড়ার নিতাই বিশ্বাসের মেয়ে বৃষ্টি রাজবাড়ি আবুল হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী। রাজবাড়ি এলাকার সাব্বির হোসেন বৃষ্টিকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্যক্ত করতো। বৃষ্টি শৈলকুপার বাড়িতে ফিরে আসলে গত ৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাড়ির পাশ থেকে সাব্বির হোসেনসহ কয়েকজন যুবক জোর পূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়। তার পিতা বাদী হয়ে ওইদিন সাব্বির হোসেন সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে শৈলকুপা থানায় অপহরণ মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে ঢাকা জেলার সাভারের একটি বাড়ি থেকে বৃষ্টি বিশ্বাসকে উদ্ধার করে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে সাব্বির হোসেনসহ ৩ অপহরণকারীকে গ্রেফতরা করা হয়। তাদেরকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।