14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় ১২টি গরুসহ ট্রাক ডাকাতি,আহত ৫

admin
August 15, 2016 2:43 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়–ইবিলা নামক স্থান থেকে ১২টি গরুসহ একটি ট্রাক ডাকাতি  হয়েছে। এ ঘটনায় ডাকাতরা পিটিয়ে ও চেতনানাশত ওষুধ দিয়ে ৫ জনকে অসুস্থ্য করে ফেলে রেখে গেছে। সোমবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা  অজ্ঞান অবস্থায় ট্রাকের ড্রাইভার, হেলপার ও ৩ গরু ব্যবসায়ীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে।

আহত গরু ব্যবসায়ী জয়নাল জানান, রোববার রাতে চুয়াডাঙ্গা থেকে ১২টি গরু নিয়ে তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শৈলকুপার চড়–ইবিলা নামক স্থানে তাদের ট্রাকটি নষ্ট হয়ে যায়। রাত ১২টার দিকে ট্রাকটি সারানোর পর তারা গাড়িতে উঠতেই ডাকাতরা তাদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং ৫ জনকে অজ্ঞান করে। এর পর তাদের মনদডাঙ্গা এলাকায় ফেলে রেখে যায়। তিনি আরো জানান, ডাকাতরা তাদের ১২টি গরুসহ ট্রাকটি নিয়ে যায়।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকাল ৬টার দিকে খবর পেয়ে তারা ওই ৫ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তবে ১ জনের জ্ঞান ফিরলেও বাকি ৪ জনের জ্ঞান ফেরেনি। তিনি জানান, প্রাথমিক ভাবে  দেখা গেছে আহতদের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ও  চেতনা নাশক ওষুধ  দিয়ে অজ্ঞান করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষটি তদন্ত করে দেখা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/