14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হতে দেয়া হবে না -মান্না

admin
September 22, 2018 8:46 pm
Link Copied!

সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। যে সরকার গঠন হবে তা ঐকমত্যের ভিত্তিতে হবে। শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হতে দেয়া হবে না। বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ।

শনিবার জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত সমাবেশে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে তিনি একথা বলেন।

মান্না আরও বলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার পূর্ব শর্ত হলো রাজবন্দিদের মুক্তি। রাজবন্দিদের মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকসুর সাবেক সহ-সভাপতি সুলতান মনসুর আহমেদ, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রমুখ।

http://www.anandalokfoundation.com/