শুধু আইন দিয়ে অন্যায় দূর করা যাবে না, প্রয়োজন নৈতিক শিক্ষার। বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী আজ ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ বায়োএথিকস সোসাইটি আয়োজিত ২০তম এশিয়ান বায়োএথিকস সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বায়োএথিকস ডাক্তারি পেশার ক্ষেত্রে খুবই প্রয়োজন। চিকিৎসায় অপ্রয়োজনীয় ব্যয় রোধে এর প্রয়োজন। ডাক্তাররা নিজেরাই বায়োএথিকস করছেন, আমরা তাদের সাথে আছি। তিনি আরো বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান শুরু করেছে বর্তমান সময়ের আলোকে এটা খুবই গুরুত্বপূর্ণ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব মোঃ নুরুল আমিন, বাংলাদেশ বায়োএথিকস সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. তাসলিমা মনসুর ও সাধারণ সম্পাদক অধ্যাপক শামীমা পারভীন লস্কর প্রমুখ৷
উল্লেখ্য, এশীয় প্যাসিফিক অঞ্চলের ৪০টি দেশের প্রায় তিনশত প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন।