মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মা নদীতে তীব্র স্রোত অব্যাহত থাকায় ফেরিসহ নৌযান পারাপার মারাত্মক ব্যাহত হচ্ছে। ফেরিগুলো শিমুলিয়া প্রান্তে প্রায় ২ আড়াই কিলোমিটার উজানে গিয়ে চললেও পারাপারে হিমশিম খাচ্ছে। ৩ টি ডাম্ব ফেরিসহ ৪টি ফেরি বন্ধ থাকা ছাড়াও চলমানগুলো ফেরিসহ নৌযানগুলোও পারাপারে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। এদিকে ফেরি চলাচলে অচলাবস্থার কারনে কাওড়াকান্দি ঘাটের ৪ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ লাইনসহ উভয় ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়ে দূর্ভোগ চরম আকার ধারন করেছে।
কাওড়াকান্দি ঘাটের বিআইডব্লিউটিসি সহকারী ম্যানেজার শাহনেওয়াজ চৌধুরী বলেন তীব্র ¯্রােতের কারনে পদ্মায় শিমুলিয়া – কাওড়াকান্দি ঘাটে ডাম্ব ফেরিগুলো চলতে পারছেনা তাই সেই গুলো বন্ধ রাখা হয়েছে। তবে রো রো ফেরি গুলো চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ডাম্ব ফেরি গুলো চালু করা হবে।