14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন পালিত

Ovi Pandey
January 10, 2020 8:28 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন অর্থাৎ ১০ জানুয়ারি প্রতিবছরই উদযাপন করে বাঙালি জাতি। কিন্তু এবারই প্রথম ব্যতিক্রমী উদযাপনে শার্শা উপজেলা চত্তরে উপস্থাপন করা হয়েছে। যা দেখে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সবার মধ্যেই একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার প্রতীকী অবতরনের দৃশ্য প্রজেক্টরের পর্দায় দেখে শার্শা উপজেলা চত্তরে আগত স্কুল কলেজের শিক্ষার্থী সহ রাজনৈতিক নেতা কর্মী, সরকারী কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকের চোখের অশ্রু জমতেও দেখা যায়।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শার্শা উপজেলা চত্তরে জাঁকালো অনুষ্ঠানে শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা কর্মী, মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষ ।
এ উপলক্ষে শার্শা সদরে এক বর্নাঢ্য র‌্যালী ও  শেখ মুজিবর রহমানের জীবনি তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।
অনূষ্ঠানের সঞ্চলনায় ছিলেন বিশিষ্ট ছড়াকার ও কথা সাহিত্যিক অহিদুল হক পুটু।
http://www.anandalokfoundation.com/